logo

Online: 0

Today's rainy moment

time3 months agoview3 views

Tea shop and street story on a rainy day

Today's rainy moment was completely different. I was on a motorcycle, moving forward at a light speed. Suddenly the sky broke and rain fell. Everything around me got wet, and at that moment a small tea shop came into view on the side of the road. The rain was falling on the tin roof of the shop with a thumping sound, bringing a strange peace to my mind.

In front of the tea shop, a few people were drinking hot tea soaked in the rain, some with cigarettes in their hands, some with stories in their mouths. And buses, trucks, and motorcycles were moving slowly along the road. Water had accumulated on the road, and the wheels of the cars were splashing everywhere. This scene was like a living poem — on one hand, the power of nature, and on the other, the daily life of people.

I captured that moment on camera, because such a scene does not come again. The rain, the tea shop, the sound of the car — everything together created a strange emotional atmosphere. This video is not just a scene for me, but a special feeling that is etched in the pages of memory.

Hashtag: #RainyDayVibes #TeaStallInRain #MotorbikeInRain #StreetView #RainLovers #NatureAndLife #VillageRainScene #BristiRVideo

বৃষ্টির দিনে চায়ের দোকান ও রাস্তার গল্প

আজকের বৃষ্টির মুহূর্তটা ছিল একেবারেই আলাদা। আমি ছিলাম মোটরসাইকেলের উপরে, হালকা গতি ধরে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আচমকা আকাশ ভেঙে নামে বৃষ্টি। চারপাশ ভিজে উঠে, আর সেই মুহূর্তেই চোখে পড়ে রাস্তার পাশে একটি ছোট চায়ের দোকান। দোকানের টিনের চালের উপর টাপুর-টুপুর শব্দে বৃষ্টি পড়ছে, এক অদ্ভুত শান্তি এনে দিচ্ছিল মনে।

চায়ের দোকানের সামনে কয়েকজন মানুষ বৃষ্টিতে ভিজে গরম চা খাচ্ছে, কারও হাতে সিগারেট, কারও মুখে গল্প। আর রাস্তা দিয়ে টুকটুক করে এগিয়ে যাচ্ছে বাস, ট্রাক, মোটরসাইকেল। রাস্তার উপর পানি জমে গেছে, আর গাড়ির চাকায় ছিটকে পড়ছে চারদিকে। এই দৃশ্য যেন একটা জীবন্ত কবিতা — একদিকে প্রকৃতির শক্তি, অন্যদিকে মানুষের দৈনন্দিন জীবন।

আমি সেই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করি, কারণ এমন দৃশ্য বারবার আসে না। বৃষ্টি, চায়ের দোকান, গাড়ির শব্দ — সবকিছু মিলিয়ে এক অদ্ভুত আবেগময় পরিবেশ তৈরি করেছিল। এই ভিডিও আমার কাছে শুধুই দৃশ্য নয়, বরং স্মৃতির পাতায় গেঁথে রাখা এক বিশেষ অনুভূতি।

হ্যাশট্যাগ: #RainyDayVibes #TeaStallInRain #MotorbikeInRain #StreetView #RainLovers #NatureAndLife #VillageRainScene #BristiRVideo

https://youtu.be/HgcClyPeSEo?si=z9lVACrthQA9_wtn

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed