Peace in front of the house on a rainy day
This morning started with a cloudy sky. I was sitting quietly in front of the house, when suddenly it started raining heavily. At that moment, a kind of peace came to my mind. The green trees in front of the house sparkled with raindrops. Drops of water were falling from the leaves of the trees and mixing with the water below. Those sounds were like a kind of music—touching the depths of the mind.
The touch of the drops on the water that was accumulating in front of the house was creating a wonderful scene. Each drop was falling on the water and creating small circles, which was very magical to see. There was no noise around, only the sound of the rain, the swaying of the trees, and the pure beauty of nature.
Sitting in this moment, doing nothing and just watching nature—this is a kind of rest for the soul. While making the video, my mind was so filled with peace that I wished time would stop here. Nature is speaking in its own rhythm, and I am its listener, taking those words to heart.
Hashtags: #RainyVibes #NatureInRain #BristirShanti #VillageRainView #CalmNature #GreenBeauty #RainInBangladesh #Rain #TouchofNature
আজকের সকালটা শুরু হয়েছিল মেঘলা আকাশ দিয়ে। আমি ঘরের সামনে চুপচাপ বসে ছিলাম, হঠাৎ করেই শুরু হলো টুপটাপ বৃষ্টি। সেই মুহূর্তে এক ধরনের শান্তি নেমে এলো মনে। ঘরের সামনের সবুজ গাছপালাগুলো বৃষ্টির ফোঁটায় ঝকঝক করে উঠলো। গাছের পাতা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে নিচের পানিতে মিশে যাচ্ছিল। সেই শব্দগুলো যেন এক ধরনের সংগীত—মনের গভীরে ছুঁয়ে যায়।
ঘরের সামনে জমে থাকা পানির উপর ফোঁটার ছোঁয়া এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল। প্রতিটি ফোঁটা পানিতে পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি করছিল, যা দেখতে ছিল অত্যন্ত মায়াবী। চারপাশে কোনো কোলাহল নেই, শুধু বৃষ্টির টুপটাপ শব্দ, গাছের দোল খাওয়া, আর প্রকৃতির এক নির্মল শোভা।
এই মুহূর্তে বসে থাকা, কিছু না করে কেবল প্রকৃতিকে দেখা—এটাই এক ধরনের আত্মার বিশ্রাম। ভিডিওটি করার সময় আমার মনটা এতটাই প্রশান্তিতে ভরে উঠেছিল যে ইচ্ছা করছিল সময়টা এখানেই থেমে থাকুক। প্রকৃতি তার আপন ছন্দে কথা বলছে, আর আমি তার শ্রোতা হয়ে সেই কথাগুলো হৃদয়ে ধারণ করছি।
হ্যাশট্যাগ: #RainyVibes #NatureInRain #BristirShanti #VillageRainView #CalmNature #GreenBeauty #RainInBangladesh #বৃষ্টি #প্রকৃতির_ছোঁয়া
https://youtu.be/iS3xwqFkyJ8?si=RbE_hgWpMEb87ip4




