logo

Online: 0

The Living Beauty of the Road Seen from a Moving Motorcycle

time4 months agoview2 views

Title: The Living Beauty of the Road Seen from a Moving Motorcycle

That morning was a little different. My mind was light, and the nature around me seemed a little more gentle. So I set out on a motorcycle on an aimless journey. The road was familiar, but the nature seemed new every time. As I was going, I took out my mobile phone and turned on the camera—and started recording videos.

The scene captured from the moving motorcycle was truly captivating. The road went straight ahead, as if trying to touch the horizon. On both sides were green trees, sometimes rice fields, sometimes open fields, and sometimes the busyness of ordinary villagers. Occasionally, a flock of ducks, cows, or some children were seen playing by the side of the road.

The sky was also extraordinary. White cotton-like clouds floated in the light blue. The sunlight and the shadows of the clouds created a strange play of light and shadow around. The air was cold, and the speed of the moving bike made that feeling even more vivid.

This video is not just a road video for me. It is a kind of mental peace, a kind of liberation—where there is no busyness, no noise, there is only the moving path and the generous beauty of nature on both sides of it. The camera has captured those moments, which are now stuck in memory.

Such videos touch not only the eyes, but also the mind. They remind us—life is actually a path, and all we need is a little open mind to find the beauty spread around.

শিরোনাম: চলন্ত মোটরসাইকেল থেকে দেখা রাস্তার জীবন্ত সৌন্দর্য

সেদিনের সকালটা ছিল একটু আলাদা। মনটা হালকা ছিল, চারপাশের প্রকৃতিও ছিল যেন একটু বেশি কোমল। তাই মোটরসাইকেলে করে বেরিয়ে পড়লাম উদ্দেশ্যহীন এক সফরে। রাস্তাটা ছিল পরিচিত, কিন্তু প্রকৃতির রূপ যেন প্রতিবার নতুনরকম। চলতে চলতে মোবাইলটা বের করে ক্যামেরা অন করলাম—আর শুরু করলাম ভিডিও করা।

চলন্ত মোটরসাইকেল থেকে যে দৃশ্যটা ধরা পড়ল, তা আসলেই মনোমুগ্ধকর। রাস্তা সোজা চলে গেছে দূরে, যেন দিগন্ত ছুঁতে চাইছে। দু’পাশে সবুজে মোড়ানো গাছপালা, কোথাও ধানক্ষেত, কোথাও খোলা মাঠ, আবার কোথাও গ্রামের সাধারণ মানুষের ব্যস্ততা। মাঝে মাঝে দেখা গেল হাঁসের পাল, গরু কিংবা কিছু শিশু খেলছে রাস্তার পাশে।

আকাশটাও ছিল অসাধারণ। হালকা নীল রঙের মাঝে সাদা তুলোর মতো মেঘ ভাসছিল। রোদের আলো আর মেঘের ছায়া মিলে এক অদ্ভুত আলো-ছায়ার খেলা তৈরি করেছিল চারপাশে। বাতাস ছিল ঠান্ডা, আর চলন্ত বাইকের গতি সেই অনুভূতিকে আরও বেশি প্রাণবন্ত করে তুলছিল।

এই ভিডিওটা আমার কাছে শুধুই একটি রাস্তার ভিডিও নয়। এটা একধরনের মানসিক প্রশান্তি, এক রকম মুক্তি—যেখানে ব্যস্ততা নেই, কোলাহল নেই, আছে শুধু চলমান পথ আর তার দুই পাশে প্রকৃতির উদার সৌন্দর্য। ক্যামেরা ধরে রেখেছে সেই মুহূর্তগুলো, যেগুলো এখন স্মৃতিতে বাঁধা পড়ে গেছে।

এমন ভিডিও শুধু চোখকে নয়, মনকেও ছুঁয়ে যায়। মনে করিয়ে দেয়—জীবন আসলে একটা পথ, আর চারপাশে ছড়িয়ে থাকা সৌন্দর্য খুঁজে পাওয়ার জন্য শুধু দরকার একটু মন খোলা চোখ। https://youtu.be/J4qnNmLpZIM?si=RwFOHkVo2yNahbuq

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed