logo

Online: 0

seen from a moving motorcycle

time4 months agoview3 views

Title: The breathtaking beauty of the road around me as seen from a moving motorcycle

That day, I went out on my motorcycle alone to find some peace, to spend some time in close proximity to nature. I had my mobile phone in my bag, and I felt a sense of silence. While riding my motorcycle, I suddenly saw the beautiful scenery around the road. It was then that I felt like I should capture this moment on camera—because such natural beauty is not seen every day.

I started recording videos with my mobile phone from the motorcycle. The road was straight, and there were rows of green trees on both sides. Sometimes palm trees, sometimes banyan trees, and sometimes small bushes, bamboo groves, or a road running through fields. The wind was swaying in the leaves of the trees, and their shadows were falling on the road, creating a wonderful scene.

The open fields around, the crop fields, and the huts scattered in the distance seemed to show the simple, beautiful aspects of life. The sky was light blue and covered with white clouds—it seemed like a dream as usual. The speed of the moving bike and the cool touch of the wind seemed to make the moment even more real and emotional.

In each frame of the video, it was as if nature was writing its own silent poetry.

শিরোনাম: চলন্ত মোটরসাইকেল থেকে দেখা রাস্তার চারপাশের মনকাড়া সৌন্দর্য

সেদিন আমি মোটরসাইকেলে করে একা বেরিয়েছিলাম একটু প্রশান্তি খুঁজতে, একটু প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে। ব্যাগে ছিল মোবাইল, আর মনে ছিল একরাশ নিরবতা। মোটরসাইকেল চালাতে চালাতে হঠাৎ চোখে পড়ল রাস্তার চারপাশের দৃষ্টিনন্দন দৃশ্য। তখনই মনে হল, এই মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখা উচিত—কারণ এমন প্রাকৃতিক সৌন্দর্য রোজ চোখে পড়ে না।

মোটরসাইকেলের ওপর থেকেই মোবাইল দিয়ে ভিডিও করতে শুরু করলাম। রাস্তার দিকটা ছিল সোজা, আর দু’পাশে ছিল সারি সারি সবুজ গাছপালা। কখনো তালগাছ, কখনো বটগাছ, আবার কোথাও ছোট ছোট ঝোপ, বাঁশঝাড় কিংবা ক্ষেতের মাঝ দিয়ে ছুটে চলা রাস্তা। গাছের পাতায় বাতাস দুলছিল, আর তার ছায়া রাস্তার উপর পড়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল।

চারপাশের খোলা মাঠ, ফসলের জমি আর দূরে দূরে ছড়িয়ে থাকা কুঁড়েঘরগুলো যেন জীবনের সহজ, সুন্দর দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। আকাশটা ছিল হালকা নীল আর সাদা মেঘে মোড়ানো—রীতিমতো স্বপ্নের মতো মনে হচ্ছিল। চলন্ত বাইকের গতি আর বাতাসের ঠান্ডা ছোঁয়াও যেন সেই মুহূর্তকে আরও বেশি বাস্তব ও অনুভূতিপূর্ণ করে তুলছিল।

ভিডিওর প্রতিটি ফ্রেমে যেন প্রকৃতি নিজের নিঃশব্দ কাব্য লিখে চলেছে।

https://youtu.be/8txk3T87vCk?si=K_gRw0mPleVRLDwR

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed