Title: The Story of a Moving Road and Silent Nature
That morning, I went out on my motorcycle alone to enjoy a little nature. I was moving along a quiet rural road, a little away from the hustle and bustle of the city. The road was straight, and there was endless greenery on both sides. Suddenly, I felt like I had to record this moment. I took out my mobile phone and started videography of the road.
The asphalt road seemed to go straight towards the horizon. Palm trees, mango trees, and various unknown trees stood on both sides, welcoming the pedestrians. The leaves of the trees swayed slowly in the wind, and occasionally a bird or two flew into the sky. There was no one in front or behind—just me, the road, and nature.
As the video progressed, it seemed like I was in a movie scene. This silent beauty of nature, the continuous movement of the road, and the sound of the wind—all combined to create a wonderful experience.
This videography is not just a road, but also a psychological journey. A journey where there is no hustle and bustle, no noise, just the call of the road and the silent shadow of nature. Such a scene remains in the heart for a long time.
শিরোনাম: চলমান রাস্তা ও নিঃশব্দ প্রকৃতির গল্প
সেদিন সকালবেলায় একা মোটরসাইকেলে বের হয়েছিলাম একটু প্রকৃতির স্বাদ নিতে। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে, নিরিবিলি গ্রামীণ এক রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিলাম। পথটা যেমন সোজা ছিল, তেমনি দু’পাশে ছড়িয়ে ছিল অপার সবুজ। হঠাৎ মনে হলো, এই মুহূর্তটা ভিডিও না করলেই নয়। মোবাইলটা বের করে শুরু করলাম রাস্তার ভিডিওগ্রাফি।
পিচঢালা রাস্তাটা যেন সোজা চলে গেছে দিগন্তের দিকে। দুই পাশে তালগাছ, আমগাছ আর নানা নাম না জানা গাছ দাঁড়িয়ে যেন অভ্যর্থনা জানাচ্ছে পথচারীদের। বাতাসে গাছের পাতাগুলো দুলছিল ধীরে ধীরে, আর মাঝে মাঝে দু-একটা পাখি উড়ে যাচ্ছিল আকাশে। সামনে-পেছনে তেমন কেউ নেই—শুধু আমি, রাস্তা আর প্রকৃতি।
ভিডিওটা যত এগোচ্ছিল, ততই মনে হচ্ছিল যেন আমি কোনো সিনেমার দৃশ্যে আছি। প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্য, রাস্তার একটানা গতিময়তা আর সেই সঙ্গে বাতাসের শোঁ শোঁ শব্দ—সব মিলিয়ে এক অপূর্ব অনুভব।
এই ভিডিওগ্রাফি শুধু রাস্তা নয়, বরং একটা মনস্তাত্ত্বিক সফরও। যে সফরে ব্যস্ততা নেই, কোলাহল নেই, শুধু পথের ডাক আর প্রকৃতির নিরব ছায়া। এমন দৃশ্য হৃদয়ে থেকে যায় অনেকদিন।
https://youtu.be/JjUwZkUGSP4?si=gclqlrTwKEZMHJCR




