Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Hello friends, how are you all? I hope you are very well by the grace of Allah. I am also very well and healthy, Alhamdulillah, by the grace of Allah and your prayers and love. The video that I will share with you today I made while attending an event. I went to a program at Madani Nagar Madrasa. Basically, the program was at Darut Tahfiz International Madrasa. This madrasa is located in Madani Nagar, Dhaka.
From any place in Bangladesh, after getting off the signboard, you have to go a little further, such as Mouchak, from there a road goes to the left towards Madani Nagar, on that way, if there are three to four girls, you will see Darut Tahfiz International Madrasa on the right. This madrasa is very VIP, many students study here. And they have to pay a lot of money for their accommodation and food. It is okay to pay more but the quality of education in the madrasa is very good. This madrasa is much better than other international madrasas in terms of education.
That is why many students come here to study. Anyway, I went to the program, artists came from far and wide, we enjoyed listening to their ghazals. Then we had food and drinks there, after the food and drinks, we were asked to stay but we did not stay there and went to Jatrabari. I enjoyed today's program very much.
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালবাসায় অনেক ভালো আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব এই ভিডিওটি আমি একটি অনুষ্ঠানে গিয়ে করেছি। আমি মাদানী নগর মাদ্রাসায় গিয়েছিলাম একটি অনুষ্ঠানে। মূলত অনুষ্ঠানটি দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এই মাদ্রাসাটি ঢাকার মাদানীনগরে অবস্থিত।
বাংলাদেশের যে কোন জায়গা থেকে সাইনবোর্ড নামার পর আরেকটু সামনে যেতে হবে যেমন মৌচাক, সেখান থেকে হাতের বাম দিকে একটি রাস্তা গেছে মাদানীনগর এর দিকে সে পথে তিন থেকে চার মেয়ে থাকলেই হাতের ডানপাশে দেখতে পাবেন দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। এই মাদ্রাসাটি অনেক ভিআইপি, এখানে অনেক ছাত্র লেখাপড়া করে। এবং তাদের থাকা খাওয়ার জন্য অনেক টাকা বেতন দিতে হয়। বেতন বেশি দিতে হয় ঠিক আছে কিন্তু মাদ্রাসার লেখাপড়ার মান অনেক ভালো। অন্যান্য ইন্টারন্যাশনাল মাদ্রাসা গুলো থেকে এই মাদ্রাসাটি লেখাপড়া দিক দিয়ে অনেক উন্নত।
তাইতো এখানে অনেক ছাত্র আসে লেখাপড়া করার জন্য। যাই হোক গিয়েছিলাম অনুষ্ঠানে সেখানে অনেক দূর দুরান্ত থেকে শিল্পী এসেছিল আমরা তাদের গজল গুলো শুনে অনেক উপভোগ করেছি। এরপর আমরা সেখানে খাওয়া-দাওয়া করেছি খাওয়া-দাওয়া শেষে আমাদের থাকতে বলা হয়েছিল কিন্তু আমরা সেখানে না থেকে যাত্রাবাড়ীতে চলে এসেছি। আজকের অনুষ্ঠানটি অনেক অনেক উপভোগ করলাম।




