Darut Tahfiz International Madrasa Program.
Bismillahir Rahmanir Rahim. Assalamu Alaikum wa Rahmatullah. Hello friends, how are you all? I hope you are very well by the grace of Allah. I am also very well and healthy, Alhamdulillah by the grace of Allah. The thing I will share with you today is that I have recorded a video from the annual program organized at Darun Tahfiz International Madrasa. I will present that video to you and try to write something about it, InshaAllah Taala.
Dear friends, programs give us joy. We feel a lot of joy through programs. There are many programs, not all programs give joy, some programs give more joy, and some programs give less joy. In short, all programs definitely give some joy. I enjoyed a lot from the program I went to because a joke was presented there, which is a realistic joke. Now, according to the time that is going on, a comedy has been performed according to that work.
Many artists came from far and wide and those artists performed very beautiful and wonderful nasheeds. One of them was Mushfiq bin Jamal bhai. He usually likes to sing Urdu nasheeds and regularly performs urdhvan nasheeds. That day too, we heard his urdhvan nasheeds and his nasheeds are very beautiful because he has a very beautiful voice. When people hear ghazals in his voice, they think that a Pakistani is singing ghazals. But he is originally Bangladeshi, but his voice is as beautiful as Pakistanis.
Mushfiq bin Jamal bhai presents Urdu nasheeds in the same way that Pakistanis perform Urdu nasheeds. I urge those of you who have not listened to Mushfiq bin Jamal bhai's nasheeds to listen to the rasheds. You can listen to this Islamic nasheed by watching my video. I hope you will like it. May everyone be well and healthy. I am ending my brief speech here, wishing everyone good health. May Allah preserve us.
দারুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার অনুষ্ঠান।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব তা হচ্ছে দারুন তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসায় বাৎসরিক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল সেই অনুষ্ঠান থেকে আমি একটি ভিডিও ধারণ করেছি সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সেই বিষয়েই কিছু লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
প্রিয় বন্ধুরা অনুষ্ঠান আমাদেরকে আনন্দ দেয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক আনন্দবোধ করি। অনুষ্ঠান তো অনেকই হয় সব অনুষ্ঠান আনন্দ দেয় না কিছু অনুষ্ঠান বেশি আনন্দ দেই আবার কিছু অনুষ্ঠান অল্প আনন্দ দেয় মোটকথা সব অনুষ্ঠানে কিছু না কিছু আনন্দ অবশ্যই দেয়। আমি যে অনুষ্ঠানে গেছিলাম সেখান থেকে আমি অনেক আনন্দ উপভোগ করেছি কেননা সেখানে একটি কৌতুক পরিবেশন করা হয়েছে যেটি বাস্তবসম্মত একটি কৌতুক। এখন যে সময় চলতেছে ওই সময় অনুযায়ী ওই কাজ মোতাবেক একটি কৌতুক পরিবেশন করেছে।
সেখানে দূর-দূরান্ত থেকে অনেক শিল্পীগণ এসেছিলেন এবং সেই শিল্পীরা অত্যন্ত সুন্দর চমৎকার নাসিক পরিবেশন করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন মুশফিক বিন জামাল ভাই উনি সাধারণত উর্দু নাশিত গাইতে পছন্দ করেন এবং নিয়মিত ঊর্ধ্বনারশীদ পরিবেশন করেন। সেদিনও আমাদের ঊর্ধ্বোনাশিত শুনেছি তার নাশিদ গুলো অত্যন্ত চমৎকার হয় কেননা তিনি অত্যন্ত সুন্দর কন্ঠের অধিকারী। তার কন্ঠে গজল শুনলে লোকেরা মনে করে একজন পাকিস্তানি গজল গাইতেছে। কিন্তু সে মূলত বাংলাদেশি অথচ অথচ তার গলা পাকিস্তানিদের মত সুন্দর।
পাকিস্তানিরা যেভাবে উর্দু নাশিক পরিবেশন করে ঠিক সেভাবেই মুশফিক বিন জামাল ভাই উর্দু নাশিক গুলো উপস্থাপন করে থাকেন। আপনারা যারা মুশফিক বিন জামাল ভাইয়ের নাসির গুলো শোনেননি তাদেরকে রাশেদ গুলো শোনার আহ্বান জানাচ্ছি। আপনারা আমার ভিডিওটি দেখে ইসলামিক এই নাশিদটি শুনতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।




