সেদিন সকালটা ছিল একেবারে অন্যরকম। আমরা ছয়জন বন্ধু মিলে অনেকদিনের পরিকল্পনা বাস্তব করতে ছুটে গেলাম সাগরের পাড়ে। সাগরের গর্জন যেন দূর থেকেই আমাদের ডেকে নিচ্ছিল। গাড়ি থেকে নামতেই চোখে পড়ল বিশাল জলরাশি, একের পর এক ঢেউ এসে তীরে আছড়ে পড়ছে। চারপাশে শুধু জল, বালি আর বাতাসে লবণের ঘ্রাণ—সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি।
কোনো দেরি না করে সবাই মিলে জামাকাপড় গুছিয়ে নেমে পড়লাম পানিতে। প্রথমে একটু ঠান্ডা ঠান্ডা লাগলেও পরক্ষণেই আমরা ডুবে গেলাম আনন্দে। ঢেউ এসে এক একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আবার সবাই মিলে উঠছি, হাসছি, পানি ছিটাচ্ছি একে অপরের দিকে। যেন আমরা ছোটবেলায় ফিরে গিয়েছিলাম।
কেউ হাত উঁচিয়ে ঢেউয়ের মুখে ঝাঁপ দিচ্ছে, কেউ বা বসে শুধু পায়ে পানি লাগিয়ে উপভোগ করছে দৃশ্য। একজন আবার মোবাইল নিয়ে সেই মুহূর্তগুলোর ভিডিও করছিল—আমাদের গোসল, হাসাহাসি আর ঢেউয়ের সঙ্গে যুদ্ধ। সাগরের পানি, খোলা আকাশ আর বন্ধুত্ব—এই তিনের মিলন সত্যিই ছিল স্বপ্নের মতো।
এই সাগরে ছয়জন বন্ধুর একসাথে গোসল করার মুহূর্তটা ছিল একেবারে হৃদয়ে গেঁথে থাকার মতো। এমন মুহূর্ত রোজ আসে না, আর এই স্মৃতিটা আজীবন মনে থেকে যাবে আমাদের সবার। That morning was completely different. Six of us friends rushed to the seashore to make a long-standing plan a reality. The roar of the sea seemed to be calling us from afar. As soon as we got out of the car, we saw a huge body of water, one after another waves coming and crashing onto the shore. All around us was only water, sand, and the smell of salt in the air—all in all, an extraordinary feeling.
Without any delay, we all packed our clothes and jumped into the water. Although it felt a little cold at first, we were soon overwhelmed with joy. The waves were pushing and shoving each other, and then we all got up together, laughing, and splashing water at each other. It was as if we had gone back to our childhood.
Some were jumping into the waves with their hands raised, while others were just sitting and enjoying the view with their feet in the water. Another person was taking a video of those moments with his mobile phone—our bathing, laughing, and fighting the waves. The water of the sea, the open sky, and friendship—the combination of these three was truly like a dream.
The moment of six friends bathing together in this sea was truly unforgettable. Such moments don't come around every day, and this memory will remain in all of us forever.
https://youtu.be/n_wp8kKm44k?si=yQXJT6V3XVTCO1fu




