logo

Online: 0

Moments of a motorcycle trip on a fresh morning road

time2 months agoview2 views

Morning always brings me a different kind of joy. Every morning when I go out for a walk, I feel like I am seeing the most peaceful and beautiful form of nature. There is still no noise around, the air is cold and clear, and the trees on the road seem to announce the beginning of a new day.

Today, at the end of that morning trip, I made a video from the motorcycle while returning home. The road was moving along with the wheels of the motorcycle, and the surrounding scenery was captured in the frame. The blue sky above my head, the light light and the cold wind combined to create an extraordinary atmosphere. While making the video, I felt that this moment was not just worth watching, but also deeply feeling.

Every bend in the road, the shade of the trees and the silence of the morning combined to bring a unique peace. This scene of the trip reminded me that if the day starts in the lap of nature, then the whole day should be filled with positive energy.

This morning video is not just a routine for me, but a pure gift from nature, which inspires me to live every day anew.

সকালের সতেজ পথে মোটরসাইকেল ভ্রমণের মুহূর্ত

সকালের সময়টা আমার কাছে সবসময়ই ভিন্ন রকমের আনন্দ নিয়ে আসে। প্রতিদিন সকালে ঘুরতে বের হলে মনে হয় প্রকৃতির সবচেয়ে শান্ত আর সুন্দর রূপের সঙ্গে দেখা হচ্ছে। চারপাশে তখনো কোলাহল জমেনি, বাতাস থাকে ঠান্ডা আর নির্মল, আর রাস্তার গাছপালা যেন নতুন দিনের সূচনা জানিয়ে দেয়।

আজও সকালের সেই ভ্রমণের শেষে বাড়ি ফেরার সময় মোটরসাইকেল থেকে একটি ভিডিও করেছি। মোটরসাইকেলের চাকার সঙ্গে সঙ্গে রাস্তা এগিয়ে যাচ্ছিল, আর ফ্রেমে ধরা পড়ছিল চারপাশের দৃশ্য। মাথার উপর নীল আকাশ, হালকা আলো আর ঠান্ডা বাতাস মিলিয়ে পরিবেশটা হয়ে উঠেছিল অসাধারণ। ভিডিও করার সময় মনে হচ্ছিল—এই মুহূর্ত যেন শুধু দেখার নয়, বরং গভীরভাবে অনুভব করার মতো।

রাস্তার প্রতিটি বাঁক, গাছের ছায়া আর সকালের নিস্তব্ধতা একসাথে মিলে এক অনন্য শান্তি এনে দেয়। ভ্রমণের এই দৃশ্য আমাকে মনে করিয়ে দিল, দিনের শুরুটা যদি প্রকৃতির কোলে হয়, তাহলে সারা দিনই যেন প্রাণ ভরে যায় ইতিবাচক শক্তিতে।

এই সকালের ভিডিও আমার কাছে শুধু একটি রুটিন নয়, বরং প্রকৃতির কাছ থেকে পাওয়া এক নির্মল উপহার, যা প্রতিদিনকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয়।

https://youtu.be/xIWbMNabfRI?si=qr1NGArJl3C8C7fs

#blurt #blurtbangladesh #r2cornell #blurtbd #blurtlatam #web3

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed