logo
Online:0

A cobbler's profession is sewing shoes.

timea month agoview1 views

A cobbler's profession is sewing shoes.

Assalamu Alaikum, Hello friends! How are you all? I hope you are very well by the grace of Allah, I am also very well by the grace of Allah. Friends, today I have come to you with a very great post. Friends, a cobbler's profession is sewing shoes, so it is not that you should look at him with crooked eyes or look at him with small eyes, you should also respect this person, he should maintain his place of respect.

As a person, he is not bad, but good, he has chosen to do cobbler's work as his profession. We can also call this human service because they are serving us through their work. If we think deeply and think a little, we will definitely understand that they are mainly engaged in serving us. If they had not chosen this profession, how would we have read our shoes if they were torn, damaged or if there was any problem? In a word, it can be said that in order to move forward in society, to survive in life, people need all kinds of pressure.

And Allah did not create any human being without a reason or without a need, of course, He created him for the worship of Allah. Maybe someone does what his father and grandfather did, and someone comes to the right place after realizing that his father and grandfather were on the wrong path. However, friends, we must always be careful that people of all professions are respected, they must maintain their place of honor. No one can be insulted, no one can be hurt, this must be taken into account, thank you all.

একজন মুচি তার পেশাদারিত্ব জুতা সেলাই করা।

আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা! আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভাল আছি সুস্থ আছি। বন্ধুরা আজকে আমি অত্যন্ত দুর্দান্ত একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বন্ধুরা একজন মুচি তার পেশাদারিত্ব কাজ হচ্ছে জুতা সেলাই করা তাই বলে যে আপনি তাকে বাঁকা চোখে দেখবেন বা ছোট চোখে দেখবেন বিষয়টা এমন নয়, এই ব্যক্তিকেও আপনার সম্মান করে চলতে হবে তাকে তার সম্মানের জায়গাটুকু আপনাকে বজাই রাখতে হবে।

ব্যক্তি হিসেবে সে কিন্তু খারাপ না বরং ভালো, সে তার পেশাদারিত্ব হিসেবে বেছে নিয়েছে মুচির কাজ করা। এটাকেও আমরা মানব সেবা বলতে পারি কেননা তারা তাদের কাজের মাধ্যমে আমাদের সেবা করে যাচ্ছে। আমরা যদি গভীর চিন্তা করে একটু ভেবে দেখি তাহলে অবশ্যই বুঝতে পারব তারা মূলত আমাদের সেবার কাজেই নিয়োজিত। তারা যদি এই পেশাকে বেছে না নিতো তাহলে আমরা কিভাবে আমাদের জুতা ছিড়ে গেলে নষ্ট হয়ে গেলে অথবা যে কোন সমস্যা হবে আমরা কিভাবে সেটি পড়তাম? এক কথায় বলা যায় সমাজে চলতে হলে জীবনে বাঁচতে হলে সব ধরনের প্রেসার লোকেদের প্রয়োজন আছে।

আর আল্লাহতালা তো কোন মানুষকে বিনা কারণে বানাননি বা প্রয়োজন ছাড়া কাউকে বানাননি অবশ্যই আল্লাহ তাআলার ইবাদতের জন্য তাকে সৃষ্টি করেছেন হয়তো কেউ তার বাপ দাদার যা করেছেন তাই করে আবার কেউ তার বাপ দাদা যে ভ্রান্ত পথের উপর ছিল সেটা বুঝতে পেরে সে সঠিক জায়গায় চলে আসে। যাইহোক বন্ধুরা আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে সব পেশার মানুষদেরকে সম্মান করতে হবে তাদেরকে তাদের সম্মানের জায়গাটুকু বজায় রাখতে হবে। কাউকে অপমান করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে।

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed