logo
Online:0

রাস্তার ভিডিও

time4 months agoview1 views

Title: Roads Covered in Greenery – A Mind-Blowing Scene from a Moving Motorcycle

On a quiet afternoon that day, I set out on my motorcycle towards the village. This journey was made with the desire to spend some time in the open nature, away from the hustle and bustle of the busy city. As I was moving along the village road with the wheels of the motorcycle spinning, the scenery around me suddenly captured my mind.

There were dense green trees on both sides—sometimes palm trees, sometimes large banyan trees, and sometimes sky-high coconut trees. The sunlight filtered through the leaves and fell on the road, which made the entire path look different. The leaves of the trees swayed rhythmically in the light breeze, and I wanted to video that scene from the moving bike.

The video captured the quiet road, the surrounding greenery, and the soft sun peeking through the sky from time to time. The birdsong, the rustling of the leaves, and the gentle speed of the motorcycle all combined to create a moving poem.

Even though such moments are very common, the true beauty of nature is hidden within them. While riding the bike, it felt as if nature had arranged this road with its own hands—as if saying, “Don’t stop, keep going, but feel my beauty.”

This video is no longer just a clip, but a piece of peace stored in the mind. Whenever I watch it, I feel like I’m back on that road—a green, silent, beautiful road, where nature speaks its own language. 🌿🏍️🌳

শিরোনাম: সবুজে মোড়ানো রাস্তা – চলন্ত মোটরসাইকেল থেকে দেখা এক মন জয় করা দৃশ্য

সেদিন একটা শান্ত দুপুরে আমি মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম গ্রামের দিকে। ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে, খোলা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর ইচ্ছা থেকেই এই যাত্রা। মোটরসাইকেলের চাকা ঘুরতে ঘুরতে যখন গ্রামের পথ ধরে এগিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে চারপাশের দৃশ্য মন কেড়ে নিল।

দুই পাশ জুড়ে ছিল ঘন সবুজ গাছপালা—কখনো তালগাছ, কখনো বড় বড় বটগাছ, আবার কোথাও আকাশছোঁয়া নারকেলগাছ। পাতাগুলোর মধ্যে দিয়ে রোদের আলো ফিল্টার হয়ে রাস্তার উপর পড়ছিল, যা পুরোটা পথকে এক অন্যরকম মোহময় করে তুলেছিল। হালকা বাতাসে গাছের পাতা দুলছিল ছন্দে ছন্দে, আর চলন্ত বাইক থেকে সেই দৃশ্য ভিডিও করতেই মন চাইলো।

ভিডিওতে ধরা পড়েছে সেই শান্ত রাস্তা, চারপাশের সবুজ, আর আকাশের মাঝে মাঝে উঁকি দেওয়া নরম রোদ। পাখির ডাক, গাছের পাতার খসখস শব্দ আর মোটরসাইকেলের হালকা গতি সব মিলিয়ে যেন একটা চলন্ত কবিতা তৈরি হচ্ছিল।

এই রকম মুহূর্ত খুব সাধারণ হলেও, এর মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃতির আসল সৌন্দর্য। বাইক চালিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল, যেন প্রকৃতি আপন হাতে সাজিয়ে রেখেছে এই রাস্তা—যেন বলছে, “থেমো না, চলতে থাকো, কিন্তু আমার সৌন্দর্যটা অনুভব করে যাও।”

এই ভিডিওটা এখন শুধুই একটা ক্লিপ নয়, বরং মনের ভেতর জমে থাকা এক টুকরো প্রশান্তি। যখনই দেখি, মনে হয় আমি আবার সেই রাস্তায় ফিরে গেছি—সবুজে মোড়ানো, নীরব, সুন্দর এক পথে, যেখানে প্রকৃতি নিজের ভাষায় কথা বলে। 🌿🏍️🌳

https://youtu.be/U7JiHz0XjEM?si=3wKqKIubHOYyKFLC

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed