logo
Online:0

আজকের রাস্তার দিনলিপি

time3 months agoview1 views

আজকের রাস্তার দিনলিপি

আজ সকালে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম গ্রামের রাস্তা ধরে। সাথে ছিল আমার ক্যামেরা, আর চোখে ছিল প্রকৃতির সৌন্দর্য উপভোগের তীব্র আগ্রহ। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, দূরে খোলা মাঠ, আর মাঝখানে সরু রাস্তা যেন এক ছবির মতো লাগছিল। বাতাসে ছিল হালকা ঠান্ডা, মাঝে মাঝে পাখির ডাক যেন প্রকৃতির সঙ্গে এক ধরনের আলাপন করছিল।

আমি মোটরসাইকেল চালাতে চালাতে ভিডিও করছিলাম—রাস্তায় কোনো ভিড় নেই, শুধু প্রকৃতি আর আমি। রাস্তার পাশে কিছু গরু ঘাস খাচ্ছিল, কিছু কৃষক মাঠে কাজ করছিল। মাঝে মাঝে ছোট ছোট গ্রামের ঘরগুলো রাস্তার পাশে দেখা যাচ্ছিল, যেগুলো এই দৃশ্যকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ভিডিও করতে করতে মনে হচ্ছিল, এ রকম দৃশ্য শহরের কোলাহলে কখনোই পাওয়া যায় না। এই গ্রামীণ রাস্তা, এর নিরবতা, সবুজের ছায়া আর খোলা আকাশ—সব মিলিয়ে একটি স্নিগ্ধ অভিজ্ঞতা। দিনের শুরুটা এমন শান্ত ও প্রকৃতি ঘেরা হলে পুরো দিনই ভালো যায়। তাই এই রাস্তাটির ভিডিও আমার কাছে শুধুই একটি দৃশ্য নয়, বরং প্রকৃতির সঙ্গে কিছুক্ষণ একান্ত সময় কাটানোর স্মৃতি।

হ্যাশট্যাগ: #RoadView #VillageRoad #NatureRide #GreenBangladesh #PeacefulJourney #মোটরসাইকেল #গ্রামের_রাস্তা #প্রকৃতির_ভ্রমণ

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed