While I was taking the boat through the river, I noticed how the waves of the river were eating the boat and how the boat was moving on the river! This is a great wonder but there is nothing to be surprised about because this vast world has been created and controlled by Allah and there is no question of a small boat not being enough. Allah Almighty feeds the entire world, the seven heavens and the earth, and all the animals and plants in it, and provides food for everything, provides sustenance for everything, and keeps track of everything. It is Allah Who has given the power to create every work through a human and run it on the river without a book and without a boatman, just as a boat cannot run without its creator, so this world cannot run without its creator. Anyway, there is no end to the talk, so I will end here. May everyone be well and healthy. I am ending my brief words with the wish of Allah Hafez.
নদী দিয়ে যখন নৌকা নিয়ে যাচ্ছিলাম তখন খেয়াল করলাম নদীর ঢেউ নৌকার সাথে কিভাবে বাড়ি খাচ্ছে আর নৌকা নদীর উপর দিয়ে কিভাবে চলাচল করছে! এটি একটি দারুণ আশ্চর্যের বিষয় কিন্তু আশ্চর্য হওয়ার কিছুই নেই কেননা এই বিশাল পৃথিবী আল্লাহতালা সৃষ্টি করেছেন এবং তার নিয়ন্ত্রণ করছেন আর সেই ছোট নৌকার জন্য ছোট্ট একজন মাঝি যথেষ্ট না হওয়ার কোন প্রশ্নই ওঠে না। আল্লাহ তাআলা পুরো পৃথিবী সাত আসমান জমিন এবং তার মধ্যে যত প্রাণী আছে এবং জীবজন্তু গাছপালা সহজ যত কিছু আছে সব কিছুর খাবার খাওয়ান রিজিক দান করেন সব খোঁজখবর রাখেন। ওই আল্লাহই একজন মানুষের দ্বারা প্রত্যেকটি কাজ বানিয়ে নদীর উপর দিয়ে চালানোর ক্ষমতা দিয়েছেন বইটা ছাড়া এবং নৌকার মাঝি ছাড়া যেরকম ভাবে নৌকা চলতে পারে না ঠিক ওরকম ভাবে সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবী চলতে পারে না। যাইহোক কথা বললে কথার শেষ নেই তাই এখানেই সমাপ্ত করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথায় সমাপ্ত করছি আল্লাহ হাফেজ।




