"সাদা ফুলের নির্ভার সৌন্দর্য – নার্সারিতে ধরা পড়া এক প্রশান্ত মুহূর্ত"
সেদিন সকালবেলা হঠাৎ করেই ইচ্ছা হল নার্সারিতে ঘুরতে যাব। প্রকৃতির প্রতি ভালোবাসা বরাবরের মতোই আমাকে টানে সবুজ, ফুল আর গাছের মাঝে। শহরের কোলাহল থেকে একটু সরে এসে নার্সারির সেই শান্ত পরিবেশে পা রাখতেই মনটা হালকা হয়ে গেল। সারি সারি টব, নানা রঙের ফুল, পাতা আর ছোট গাছের মাঝে হঠাৎ চোখে পড়ল এক ঝাঁক সাদা ফুল।
এই সাদা ফুলগুলোর মাঝেই যেন লুকিয়ে ছিল প্রকৃতির এক নিঃশব্দ ভাষা। একেবারে কোমল, সতেজ আর একটুও বাড়াবাড়িহীন এক রূপ। সাদা মানেই যেমন শান্তি, তেমনি একধরনের পবিত্রতা আর নির্ভরতা প্রকাশ করে। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ, তারপর মোবাইলটা বের করে ভিডিও করতে শুরু করলাম।
ফুলগুলো ছিল মাঝারি আকৃতির, প্রতিটি পাপড়ি যেন একেবারে নিখুঁতভাবে সাজানো। কেন্দ্রে হালকা হলুদ বা সবুজ আভা, আর চারপাশে খাঁটি সাদা রঙের বিস্তার। হালকা বাতাসে পাতাগুলো আর ফুলগুলো নড়ছিল ধীরে ধীরে, আর তাতেই যেন প্রাণ পেয়েছিল পুরো দৃশ্যটা। ভিডিও করার সময় বুঝতে পারছিলাম, এটা শুধু একটা দৃশ্য নয়, বরং মনকে ছুঁয়ে যাওয়া এক অনুভব।
নার্সারির লোকজন তখন নিজেদের কাজে ব্যস্ত, কেউ জল দিচ্ছিল, কেউ নতুন চারা বসাচ্ছিল। আমি নিঃশব্দে সাদা ফুলগুলোর পাশে দাঁড়িয়ে ভিডিও করতে থাকলাম। পাশেই একটা ছোট্ট পাখির কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, যা আরও প্রাণবন্ত করে তুলছিল পুরো মুহূর্তকে।
সাদা ফুল নিয়ে আমরা অনেক সময় গভীরভাবে ভাবি না। লাল, হলুদ, বেগুনি রঙের মাঝে সাদা রঙ যেন অবহেলিতই থেকে যায়। কিন্তু প্রকৃতির এই সাদা ফুলগুলো যেন আমাকে সেই মুহূর্তে নতুনভাবে উপলব্ধি করালো—প্রকৃত সৌন্দর্য কখনও চিৎকার করে না, বরং নিঃশব্দে নিজের অস্তিত্ব জানান দেয়।
ভিডিওটা শেষে করার সময় একটা মৃদু শান্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল, এই সাদা ফুলগুলো শুধু চোখকে নয়, মনকেও পরিষ্কার করে দেয় এক ধরনের অদৃশ্য ঘষামাজার মতো। এই ভিডিওটা আমার কাছে শুধু নার্সারিতে তোলা একটা সাধারণ ফুলের ক্লিপ না, বরং একটা গভীর প্রশান্তির মুহূর্ত, যেটা আমি বারবার ফিরে দেখতে চাই।
প্রকৃতি আমাদের এত কিছু দেয় প্রতিদিন, শুধু দরকার একটু মন দিয়ে খেয়াল করা। এই সাদা ফুলগুলোর মতোই হয়তো আমাদের চারপাশে অনেক সৌন্দর্য আছে—নীরবে অপেক্ষায় থাকে, কেউ একটু তাকিয়ে দেখবে বলে। সেদিন নার্সারি থেকে নিয়ে আসা এই মুহূর্তটা আমার কাছে তাই এক অপূর্ব স্মৃতি, এবং সেই স্মৃতি আমি ভিডিওতে ধরে রেখেছি চিরদিনের জন্য।
"The Unrestrained Beauty of White Flowers – A Tranquil Moment Captured in a Nursery"
That morning, I suddenly felt the urge to go to the nursery. As always, my love for nature draws me to the greenery, flowers, and trees. As soon as I stepped into the peaceful environment of the nursery, away from the hustle and bustle of the city, my mind felt lighter. Amidst rows of tubs, colorful flowers, leaves, and small trees, a cluster of white flowers suddenly caught my eye.
A silent language of nature was hidden within these white flowers. A completely soft, fresh, and unpretentious form. White, just as it means peace, also expresses a kind of purity and dependence. I stared in fascination for a while, then took out my mobile phone and started recording a video.
The flowers were medium-sized, each petal perfectly arranged. A light yellow or green hue in the center, and pure white color spread around. The leaves and flowers were moving slowly in the light breeze, and that brought the whole scene to life. While making the video, I realized that this was not just a scene, but a touching feeling.
The people in the nursery were busy with their work, some were watering, some were planting new seedlings. I stood silently next to the white flowers and kept recording. The voice of a small bird could be heard nearby, which made the whole moment more lively.
We often don't think deeply about white flowers. White seems to be neglected among red, yellow, and purple colors. But these white flowers in nature made me realize anew at that moment—true beauty never screams, but rather silently announces its existence.
I felt a gentle peace while finishing the video. It seemed that these white flowers cleansed not only the eyes, but also the mind, like a kind of invisible scrub. This video is not just a simple flower clip taken in the nursery, but a moment of deep tranquility that I want to watch again and again.
Nature gives us so much every day, we just need to pay attention. Like these white flowers, there is probably so much beauty all around us—silently waiting, waiting for someone to take a look. That moment, brought from the nursery that day, is a wonderful memory for me, and I have captured that memory on video forever. https://youtu.be/cXPU2gBYz4c?si=xzf_ovQDBFjgPxqS




