আজ আমি ঈদ উপলক্ষে বাচ্চাদের সাথে অনেক বেশি মজা করেছি। রাতে বাচ্চারা সবাই আমাদের বাসায় আসে। আমার কন্যা সহ সবার সাথে অনেক বেশি দুষ্টামি করেছে। সবার সাথে একসাথে দুষ্টামি করতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে আমি বাচ্চাদেরকে নিয়ে দুষ্টামি করতে অনেক পছন্দ করি। যখন বাচ্চারা দুষ্টামি করতে চায় তখন আমি নিজেও তাদের সাথে সামিল হলাম। যখন ক্যামেরা চালু করলাম তখন সবাই অনেক বেশি হাসিখুশি ছিল। তাদের হাসি দেখে আমি নিজেও মুগ্ধ হয়ে গেলাম। আশাকরি মতোটা আপনাদের সবার অনেক ভালো লাগবে।
Mischief with everyone on the occasion of Eid
Loading comments...




