A few days ago, I went to Jessore International Airport with my family members and enjoyed many beautiful views after going there. I liked seeing this beautiful view very much, so in the morning I took many photographs and at the same time I recorded the scene of that place through a video camera so that later I can enjoy the scene very well by watching this videography. It has been a long time and today I felt that if I share this scene with you, it will be preserved for the rest of my life, so today I shared that videography with you so that I can watch this video here for the rest of my life and stay connected here.
To tell the truth, I like to travel very much, so sometimes I take my family members to visit some of my places. It is a good thing to travel, the mind is good and if the mind is good, it is possible to concentrate well on any work. I have done many more videography in this place, I will share those videography with you through a post when I read it. If you look at the videography of this place a little better, I think it would be very good.
কিছুদিন আগে আমি পরিবারের সদস্যদের সাথে যশোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভ্রমণ করতে গিয়েছিলাম সেখানে যাবার পরে অনেক সুন্দর দৃশ্য উপভোগ করেছে। এই সুন্দর দৃশ্য দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে তাই সকালে আমি অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছি একই সাথে আমি সে জায়গা দৃশ্য ক্যামেরা বন্দী করে রেখেছি ভিডিওর মাধ্যমে যেন পরবর্তী সময়ে এই ভিডিওগ্রাফি দেখে দৃশ্যটার উপভোগ করা যায় খুব ভালোভাবেই। অনেকদিন হয়ে গিয়েছে আর আজকে মনে হল যে এই দৃশ্যটা যদি আপনাদের মাঝে আমি শেয়ার করে রাখি তাহলে সারা জীবনের মতো সংরক্ষিত থেকে যাবে তাই আমি আজকে ওই ভিডিওগ্রাফিটা আপনাদের মাঝে শেয়ার করলাম যেন আমি সারা জীবনের মতো এই ভিডিওটা এখানেই দেখতে পারি এবং এখানে সম্পর্কে থেকে যায়।
সত্য কথা বলতে ঘোরাঘুরি করতে আমার কাছে খুবই ভালো লাগে এজন্য মাঝে মাঝেই পরিবারের সদস্যদেরকে নিজের কোন জায়গায় ঘুরে আসি। এটা ভালো লাগার মতই একটা ব্যাপার ঘোরাঘুরি করলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে যে কোন কাজের ক্ষেত্রে নিজের মনকে ভালোভাবে মনোনিবেশ করানো সম্ভব হয়। এই জায়গাতে আমি আরো অনেক ভিডিওগ্রাফিক করেছি সেই ভিডিওগ্রাফি গুলো আমি আপনাদের মাঝে পড়বে কবে পোস্টের মাধ্যমে শেয়ার করব। আপনারা যদি এই জায়গার ভিডিওগ্রাফি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন তাহলে খুবই ভালো লাগলো বলে আমার কাছে মনে হয়।




