logo

Online: 0

Green and Blue on the Bank of a Pond

time4 months agoview0 views

শিরোনাম: দিঘির তীরে সবুজ আর নীলের মিলন

আজকের এই ভিডিওটি ধারণ করেছি একটি দিঘির পাড়ে দাঁড়িয়ে। চারপাশের প্রকৃতি যেন নিজেই সাজিয়ে রেখেছিল নিজেকে। দিঘির পানিটা ছিল একেবারে শান্ত, আয়নার মতো। তার ওপর আকাশের প্রতিচ্ছবি—নীল আর সাদা মিশ্র রঙে যেন এক অপূর্ব ছবি এঁকে রেখেছে।

চারপাশে উঁচু উঁচু গাছ, সবুজ পাতায় ঢাকা। হালকা বাতাসে গাছের ডালগুলো দুলছিল আর সেই ছায়া পানিতে প্রতিফলিত হচ্ছিল। দিঘির ধারে কিছু পাখি বসে ছিল, মাঝে মাঝে ওরা উড়ে যাচ্ছিল, আবার ফিরে আসছিল সেই একই শান্ত আশ্রয়ে।

আকাশের রং ছিল চোখ জুড়ানো নীল—মাঝে মাঝে তুলোর মতো সাদা মেঘ ভেসে যাচ্ছিল। এই সবুজ আর নীলের মিশেল এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়, যা শুধু প্রকৃতির মাঝেই পাওয়া যায়।

এই ভিডিও শুধুই একটি প্রাকৃতিক দৃশ্য নয়, এটি আমাদের মনে করিয়ে দেয়—প্রকৃতির সঙ্গে সময় কাটানো কতটা শান্তির, কতটা সুন্দর হতে পারে। এমন দৃশ্য আমাদের ব্যস্ত জীবনে একটুখানি শান্তির পরশ বুলিয়ে দেয়।

📹🌿💧☁️💙

Title: Green and Blue on the Bank of a Pond

I shot this video today while standing on the bank of a pond. The surrounding nature seemed to have arranged itself. The water of the pond was absolutely calm, like a mirror. The reflection of the sky on it—a beautiful picture painted in mixed colors of blue and white. https://youtu.be/ueaqhcF7OiM?si=2rxtX_KyvYsHSlzT There were tall trees all around, covered in green leaves. The branches of the trees were swaying in the light breeze and the shadows were reflected in the water. Some birds were sitting on the bank of the pond, sometimes they were flying away, and then returning to the same peaceful shelter.

The color of the sky was a dazzling blue—sometimes white clouds like cotton were floating. This mixture of green and blue brings a kind of mental peace, which can only be found in nature.

This video is not just a natural scene, it reminds us—how peaceful, how beautiful it can be to spend time with nature. Such a scene brings a little peace to our busy lives.

📹🌿💧☁️💙

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed