logo
Online:0

Flowchart to determine whether a number is even or odd

A-H-P

A-H-P

2 followers

time15 days agoview0 views

আজকে আমি আপনাদের সবার সাথে যে ভিডিও শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে রয়েছে একটি সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য flowchart । আমি ধাপে ধাপে আপনার সাথে শেয়ার করেছি কিভাবে এ flowchart তৈরি করতে হয়। আশা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি সর্বপ্রথম শুরু করলাম এবং এরপরে একটি সংখ্যা হিসেবে ইনপুট (N) নিলাম । পরবর্তীতে একটি সিদ্ধান্ত নিলাম সেখানে লিখলাম if N%2=0 হয় তাহলে জোড় সংখ্যা আর যদি এই সিদ্ধান্তটি মিথ্যে হয় তাহলে বিজোড় সংখ্যা। পরবর্তীতে একটি কানেক্টর চিহ্ন দ্বারা কানেক্ট করলাম এবং প্রোগ্রামটি শেষ করে নিলাম। এই ছিল আমার আজকের এই ফ্লোচার্ট আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

Today I have shared a video with you all. This video contains a flowchart to determine whether a number is even or odd. I have shared with you step by step how to create this flowchart. I hope you will understand after watching. I started first and then took a number as input (N). Later I made a decision there and wrote if N%2=0 then even number and if this decision is false then odd number. Later I connected it with a connector symbol and finished the program. This was my flowchart today. Do let me know how you liked it. Thank you everyone. Have a good day.

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed