আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব। আজকের বিষয় হচ্ছে সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে । এই বিষয় এর উপর ভিত্তি করে আজকে কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব।
বর্তমান প্রেক্ষাপটে আমরা যে দিকে লক্ষ্য করি কিছু কিছু জিনিস আছে পাওয়া খুবই কষ্টকর। কিন্তু আমরা যখন খুব সহজেই এটা পেয়ে যাই তখন আমাদের কাছে মনে হয় এটা কোন বিষয় না খুব সহজ একটি কাজ। এটা সাধারণত সবার ক্ষেত্রেই ঘটে। এরকম বাস্তব একটা ব্যাখ্যা আপনাদের মাঝে আজকে শেয়ার করতেছি। আমার নিজস্ব একটি ব্যবসা রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার ব্যবসা। আমরা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি এবং অনলাইনের বিভিন্ন জটিল কিছু কাজ করে থাকি এর বাইরেও গ্রাফিক্সের মাঝেমধ্যে অনেক কঠিন কঠিন এডিটিং এর কাজ করে থাকি। আমরা যখন কোন একটি কাস্টমারের কঠিন যে কোন কাজ অল্প কিছুক্ষণের মধ্যে করে ফেলি তখন কাস্টমার ভাবে এই কাজটি অনেক সহজ। অথচ এই কাজটি অনেক জটিল আমরা হয়তোবা আমাদের কাজের অভিজ্ঞতার কারণে কিছু কৌশল ব্যবহার করে কাজটি দ্রুত করি। কিন্তু এটি অনেক কঠিন কাজ কিন্তু কাস্টমারের কাছে মনে হয় যে এটি অনেক সহজ কাজ তারা তখন এটার সঠিক মূল্য দিতে চায় না। এছাড়াও মানুষের জীবনে চলার পথে অনেকগুলি বিপদ আসে যখন কোন বিপদ সমাধানের জন্য আমাদের কাছে আসে তখন দেখা গেছে আমরা বিভিন্ন মাধ্যমে কাজগুলি অতি দ্রুত সম্পন্ন করে ফেলি। তখন ওই ব্যক্তি মনে করে এই কাজটি আসলে খুবই সহজ এটি কোন বিষয় না এটি সিম্পল একটি কাজ আসলে কিন্তু বিষয়টা তা না। তার কাজটি খুব সহজেই সম্পন্ন হয়ে গেল যার কারণে তার কাছে এখন মনে হবে এটি খুবই সহজ। আসলে কাজটি যিনি সম্পন্ন করেছে উনি বলতে পারবে এই কাজটি করতে উনার কতক্ষণ সময় লেগেছে এবং কোন কোন জায়গায় যেতে হয়েছে, কতটুকু পরিশ্রম করতে হয়েছে। এটাই জীবনের বাস্তবতা সহজে পেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। এক্ষেত্রে মানুষের কাছে যেকোনো জিনিস সহজে উপস্থাপন না করাটাই ভালো। যেটা যতটুকু সহজ ওইটা ততটুকু সহজ উপস্থাপন করা এবং যেটা যতটুকু জটিল সেটা ততটুকু জটিল ভাবে উপস্থাপন করাটাই অনেক বেশি উত্তম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন সবাই।
উপরের লিখাটিকে একটু সাজিয়ে লিখুন
Assalamu Alaikum wa Rahmatullah. I hope everyone is well. Today I will share a topic with you. Today's topic is that if you get it easily, people consider diamonds as coal. Based on this topic, I will share some topics with you today.
In the current context, we look at some things that are very difficult to get. But when we get it very easily, we think it is not a problem, it is a very easy task. This usually happens to everyone. I am sharing such a practical explanation with you today.
I have my own business, which is computer business. We do various types of work online and do various complex online tasks, apart from that, we also do very difficult and difficult editing work of graphics. When we do any difficult task of a customer in a short time, the customer thinks this task is very easy. However, this task is very complicated, maybe because of our work experience, we use some techniques to do the task quickly. But it is a very difficult task, but the customer thinks that it is a very easy task, they do not want to pay the right price for it. Also, many dangers come in the path of human life, when a danger comes to us for a solution, it has been seen that we complete the tasks very quickly through various means. Then that person thinks that this task is actually very easy, it is not a problem, it is a simple task, but it is not. His task was completed very easily, due to which it will now seem very easy to him. In fact, the person who completed the task can tell how long it took him to do this task and where he had to go, how much effort he had to put in. This is the reality of life, if it is easy, people also consider diamonds as coal. In this case, it is better not to present anything easily to people. It is much better to present it as simple as possible and to present it as complex as possible. Thank you all very much for reading my post. Be well everyone.
Write the above text in a neat manner




