logo
Online:0

Beautiful nature

time3 months agoview3 views

নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। চারপাশ যেন সবুজের চাদরে মোড়ানো। নরম বাতাস নদীর জলের গায়ে স্পর্শ করে আলতো করে ঢেউ তুলছিল, যা দেখতে সত্যিই চোখ জুড়িয়ে যাওয়ার মতো।

আকাশের রঙ ছিল দারুণ চমৎকার—নীলের মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছিল। এমন আকাশ দেখা যেন মানসিক প্রশান্তির প্রতীক। পাখির ডাকা, গাছের পাতায় বাতাসের শব্দ, আর নদীর হালকা প্রবাহ সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ।

নদীর তীর ধরে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন নদীর সঙ্গে কানে কানে কথা বলছে। মাঝে মাঝে এক-দু'টি নৌকা চোখে পড়ছে, গ্রাম্য জীবনের ছাপ স্পষ্ট।

এই দৃশ্য শুধু চোখ নয়, মনকেও প্রশান্ত করে। প্রকৃতির এই রূপ দেখে মনে হয়, জীবনের সব ক্লান্তি যেন কোথাও মিলিয়ে যায়।

#RiverView #NaturalBeauty #BangladeshNature #PeacefulScene #NatureWalk #GreenLandscape #SkyAndRiver #NatureVibes #RiversideMagic

Loading comments...
affpapa
sigma-africa
sigma-asia
sigma-europe

Licensed