এটা একটা মাছ চোর বিড়াল কিছুদিন আগে আমি বাজারে গিয়ে এই বিড়ালকে দেখতে পেলাম। আমার ভীষণ মায়া লাগছিল এই বিড়ালটিকে দেখে সে এক টুকরো মাছ খাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু মানুষজন তাকে মাছ দিচ্ছিল না তবুও সে বারবার অনেক বেশি চেষ্টা করে যাচ্ছিল। ভীষণ করুন একটি দৃশ্য সত্যি আমার ভীষণ খারাপ লেগেছিল।




